গাথা | পাপাকংগোস



গাথা

আর চাষার ছেলে প্রশ্ন করল তার বাবাকে
বাবা, কবিতা কী?
বীজ বোনা আর ফসল কাটা!
উত্তর দিল চাষা।

দর্জির ছেলে প্রশ্ন করল
বাবা, কবিতা কী?
গরম, মজবুত পোশাক তৈরি করা!
উত্তর দিল দর্জি।

সেনাধ্যক্ষের ছেলে প্রশ্ন করল
বাবা, কবিতা কী?
গেরিলাদের বিরুদ্ধে
বুর্জোয়াদের সৈন্য পরিচালনা করা!
উত্তর দিলেন সেনাধ্যক্ষ।

কবির ছেলে প্রশ্ন করল
কবিতা কী, বাবা?
জানি না! উত্তর দিলেন কবি।
কিন্তু বাছা,
কবিতা লেখা মানেই কবিতা নয়।

Post a Comment

0 Comments