মতামত | আবুল কালাম মনজুর মোরশেদ



দেশে ফেরার পর মনটা খারাপ হয়ে যায় চারদিকে শকুনের প্রভাব দেখে। চারদিকে কিসের যেন একটা অভাব, তৈরি পোশাকের মতো মসৃণ আর আকর্ষণীয় নয়। মানুষ পেঁয়াজ কিনতে পারে না, অল্প করে আদা, রসুন কিনতে হয়, ধুলোর মধ্যদিয়ে চলতে হয়। রাস্তার চৌমাথায় গুটি কয়েক মানুষ অবরোধ করে চারপাশের রাস্তা বন্ধ করে দেয় নিজেদের ক্ষমতা বলে।

Post a Comment

0 Comments