বাংলা দুরূচ্চার্য শব্দ [Bangla Tongue Twisters]
- অষ্ট উষ্ট্রের সাথে অশ্ব
- কত না জনতা জানাল যাতনা যতনে
- কলকাতার কাকরা আজ কাল কাকা করে কেন
- কলকাতার কাকলী কাকাকে কহিল কাকা কাকা কাক এত কা-কা করে কেন।
- কলকাতার কালীঘাটের কালীচরণ কর্মকারের কনিষ্ট কন্যা কমলকলির কপাল কুন্চিত হল।
- কাঁচকলাটার কাঁচা বোঁটা, আনো বাটি, কাটি বোঁটা, কাটলে বোঁটা, পড়ে আঠা
- কাঁচা গাব, পাকা গাব
- কালোবরণ কাক কালো রঙের কাক দেখেছে।
- গড়ের মাঠে গরুর গাড়ি গড়গড়িয়ে যায়
- গাছ বাড়ে সারে,ভয় বাড়ে ষাড়ে
- চাচা চাঁছা চটা চাঁছো, না, আচাঁছা চটা চাঁছো?
- চাচা চেঁচায় চাচি চেঁচায়, চাচা চাচি এত চেঁচায়, চামেলি চমকে যায়।
- ছোট জুতো, দুটো ফুটো
- জলে চুন তাজা, তেলে চুল তাজা।
- নিল রিলে লাল রিল, লাল রিলে নিল রিল।
- নিলা আর নিল, নীলমায় নিল।
- নেরু রেনুর নাক টানে, রেনু নেরুর কান টানে
- পাখি পাকা পেঁপে খায়।
- পিতলের পাত্রে পান আর পেঁপে আছে।
- বাবলা গাছে বাঘ ঝোলে।
- বার হাড়ি রাবড়ি বড় বাড়াবাড়ি।
- ভাজাভুজি ভেজে রাখো, ভোরে উঠে ভেজে খাব।
- মাঠে পাট কাটা, তাকে কাঠ পাতা
- রুই মাছের লেজ লাল
- লন্ডনে লেনিন
- লালু রেলে লেড়ো বিক্রি করে।
- লালু রেলে লেবু লাল চা বিক্রি করে৷
- লালুর লড়াই, রাবড়ি লড়ে
- লেউংড়ার পুলে দিয়া রেল গাড়ী ছুটছে
- শ্যামবাজারের শশীবাবু সোমবারদিন সকালবেলায় সাইকেলে করে শশা খেতে খেতে সরাসারি শশুরবাড়ি যায়।
- নিলে নে, না নিলে না নে।
- মা না লা, মি নি লি, মে নে লে।
0 Comments