যতি বা পাঠ বিরতি Pause


যতি:

যতি পাঁচ প্রকার
পূর্ণ যতি- পঙক্তি
অর্ধ যতি- পদ
লঘু যতি- পর্ব+মূলপর্ব
উপ যতি- উপপর্ব, অতিপর্ব
অণু যতি- উপযতির প্রতিটা অক্ষর
.
১. কবিতার পঙক্তিকে ধরা হয় পূর্ণ যতি হিসেবে। পঙক্তি- পুরো বাক্য। কবিতায় বাক্যের পুরো অংশকে পঙক্তি বলে
২. অর্ধ যতি মানে হচ্ছে বাক্যের বা সে ভাবের অর্ধেক।
৩. লঘুযতি মানে হচ্ছে পর্ব, মূলপর্ব।
৪. উপযতি মানে উপপর্ব, অতিপর্ব। বা পুরো পর্ব নয়। যেটা এককভাব কোনো অর্থ বহন করে না।
৫. উপ যতির প্রতিটা অক্ষরকেই অণুযতি বলে।

আবৃত্তি বা উপস্থাপনায় পাঠ বিরতি:
১. পূর্ণ যতি বা Full Pause
২. অর্ধ যতি বা Half Pause
৩. বৌদ্ধিক যতি বা Sense Pause

Post a Comment

0 Comments